ঈমান বৃদ্ধির 10 আমল || যে আমল করলে ঈমানী শক্তি বৃদ্ধি ও ঈমানী দূর্বলতা কাটবে

  মানব জীবনের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ সম্পদ হলো ঈমান । যতদিন ঈমান থাকবে ততদিন আমরা আল্লাহর কাছে প্রিয় ও সম্মানিত হব । সমস্ত পৃথিবীতে বিজয়ী হব, সম্মানের সাথে বসবাস করতে পারব । যে দিন আমরা ঈমানের শক্তি থেকে সরে যাব । সেদিনই আমরা অপদস্ত হতে শুরূ করব । তাই আল্লাহ তাআলা বলেছেন ঃ


হে ঈমানদারগণ তোমরা যদি ঈমানের উপর অটল থাকো তাহলে কোন অশুভ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না ( আল-কুরআন )

তাই আমাদেরকে ঈমান বৃদ্ধি করার চেষ্টা করতে হবে । আল্লাহ তাআলা এবং রাসূলে আরাবী বিশ্বনবী সাল্লাল্লাহু ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে চলার জন্য আদেশ করেছেন । সেভাবে চলে ও তার দেওয়া সমস্ত দিক নির্দেশনা অনুসরণ করে আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে । কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ
"আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখেছি , আল্লাহর কিতাব ও তাঁর রাসূলের সুন্নাত । যদি এদুটি আকড়ে ধরতে পারো, তাহলে পথভ্রষ্ট হবে না ।"

সুতরাং আমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষে, কোরআন-হাদীসে বর্ণিত কিছু কাজ করতে হবে । আমরা নিম্নে সেগুলো আলোচনা করলাম ঃ

১ | অধিক কোরআন তেলাওয়াত করা ।

২ | বেশি বেশি আল্লাহ তায়ালার জিকির করা ।

৩  আল্লাহ ও তাঁর রাসূল কে সবচেয়ে বেশি ভালোবাসা ।

৪ | নবী-রাসূল ও সাহাবায়ে কেরামের জীবনী পড়া ।

৫ | নিজে বিনয়ী হওয়া ও লজ্জাশীল হওয়া ।

৬ | ইসলামের সৌন্দর্য সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সম্পর্কে ভালোভাবে জানা ।

৭ | সঠিক বন্ধু ও শত্রু নির্বাচন করা ।

৮ | পরকালের তুলনায় দুনিয়া কে তুচ্ছ মনে করা ।

৯ | প্রকৃতিকে আল্লাহ তায়ালার সৃষ্টি নিয়ে চিন্তা করে তাকে চেনার চেষ্টা করা ।

১০ | সর্বদা ঈমানের উপর অটল থাকার জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা ও দোয়া করা ।


আপনারা এই বিষয় গুলোর বিস্তারিত আলোচনা নিচের ভিডিওতে পাবেন । তাই প্রবন্ধটি পড়ুন ও ভিডিওটি দেখুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ।


Previous Post Next Post

Ads