লাইলাতুল কদর হলো সকল রাতের মাঝে সবচেয়ে উত্তম রাত৷ যেমনি ভাবে সমস্ত মাসের মাঝে রমজান সর্বশ্রেষ্ট ৷ কেননা আল্লাহ তাআলা বলেছেন:
لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
উচ্চারণ : লাইলাতুল ক্বদরি খাইরুম মিন আলফি শাহর।অর্থ : কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।
যার বাৎসরিক হিসাব হয় প্রায় ৮০ বছর ৷ তাই এই রাতে ইবাদত করলে, ৮০ বছর লাগাতার ইবাদত করার সওয়াব পাওয়া যাবে ৷ কিন্তু যেমনি ভাবে এই রাতের ইবাদতের মূল্য অপরিসীম ৷ ঠিক এ সময় কোনো গর্হিত ও ভূল কাজ করলেও নিমিষেই এর বরকত নিঃশেষ হয়ে যাবে৷
হাদিস-কোরআনে নিষিদ্ধ পাঁচটি গর্হিত কাজ :
১ ৷ মিথ্যা বলা ও গিবত করা ৷
২ ৷ ফাহেশা (অশ্লীল) কথা বলা ৷
৩ ৷ রূঢ় কথা ও আচরণ করা ৷
৪ ৷ পরনিন্দা করা ৷
৫ ৷ খারাপ ও হারাম কুদৃষ্টি দেওয়া ৷
নিচের ভিডিওটিতে সুন্দর ও সাবলীল ভাবে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে ৷ তাই প্রবন্ধটি পড়ুন, ভিডিওটি দেখুন ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন৷
Tags:
সাওম / রোজা