![]() |
| শশুর-শাশুড়ির খেদমত |
তবে প্রত্যেকটি পুত্রবধূর জন্য তার শশুর শাশুড়ির খেদমত করা উচিত ৷ কেননা মনে রাখতে হবে আজকে সে পুত্রবধূ কিন্তু একসময় তার পুত্রবধূ হবে সে নিজে হবে শাশুড়ি ৷ সে চিন্তা করে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিজের আপন মা-বাবার মতো মনে করে তাদের খেদমত করা প্রয়োজন ৷ কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাতে তার সফলতা অর্জন হবে ৷তাছাড়াও একটি প্রবাদ বাক্য রয়েছে:
كما تدين تدانযেমন কর্ম তেমন ফল ৷
সুতরাং আজকের পুত্রবধূ তার শাশুড়ির সাথে যেমন আচরণ করবে ৷ আগামীর পুত্রবধূও তার শ্বাশুড়ীর সাথে তেমনি আচরণ করবে ৷
কিন্তু শ্বশুর-শাশুড়ির ও একথা মনে রাখতে হবে যে, তাদের খেদমত করা তার পুত্রবধুর উপর আবশ্যক ছিল না তারপরও সে খেদমত করতেছে ৷ এর মাধ্যমে সে তাদের প্রতি ইহসান করতেছে ৷ তাই ছেলের বউকে শুধু পুত্রবধূ মনে না করে নিজের মেয়ে মনে করতে হবে ৷ তার পিছনে লেগে থাকা যাবেনা তার দোষ খোঁজার জন্য ব্যস্ত হওয়া যাবে না ৷ স্বামীর কাছে তাকে খারাপ করার জন্য তার নামে কোন বদনাম করা যাবে না ৷ নিজের মেয়ের মত ভালবাসতে হবে এটি হলো শ্বশুর-শাশুড়ির দায়িত্ব ৷
ليس للرجل أن يستخدم امراته الحرة الخ (الفتاوى التاتارخانية-4/209، رقم-6271
Tags:
হক ও অধিকার
