সমস্ত মানুষ হযরত আদম ও হাওয়া আলাহিস সালাম এর সন্তান। সেই হিসেবে সকল ধর্মবর্ণের মানুষ পরস্পর ভাই-ভাই। নারী-পুরুষ সকলে ভাই-বোন।
কিন্তু বিশেষভাবে মুসলমানরা পরস্পর ভাই। কুরআনে মুসলমানদের পরস্পর ভাই ভাই বলা হয়েছে।
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةমুমিনরা তো পরস্পর ভাই-ভাই। [সূরা হুজুরাত-১০]
সেই সাথে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর রূহানী পিতা। তার স্ত্রীগণ মুমিনদের রুহানী আম্মাজান।
কুরআনে ইরশাদ হয়েছেঃ
النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ ۖ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ
নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর স্ত্রীগণ তাদের মাতা। [সূরা আহযাব-৬]
সুতরাং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি সালামের সন্তান এবং মুসলমানদের নবী হিসেবে সমস্ত মুসলমানদের ভাই।
আবার তিনি নবী হিসেবে উম্মতের রূহানী পিতাও।
তেমনি নবীজীর স্ত্রীগণ মুসলিম হিসেবে সমস্ত মুসলমানদের বোন। আবার নবীজীর স্ত্রী হিসেবে সমস্ত মুমিনদের আম্মাজান।
এটা শুধুই দৃষ্টিকোণ থেকে পার্থক্য।
Tags:
রাসূল (সা.)