অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ ও তেলাওয়াত |
প্রিয় মুসলিম ভাই ও বোন !
সাধারণতঃ অপবিত্র অবস্থায় তথা যখন আমাদের উপর গোসল ফরজ হয় । সেটা বিভিন্ন কারণে হতে পারে যেমন সহবাস , হায়েজ-নেফাস অথবা স্বপ্নদোষ । এ সমস্ত কারণে যদি আমাদের উপর গোসল ফরজ হয়ে যায় আর আমরা যদি অপবিত্র অবস্থায় থাকি । তাহলে কুরআন শরীফ স্পর্শ করা যাবে না এবং কোরআন শরীফের কোন সূরা অথবা আয়াত তিলাওয়াত হিসাবে পড়া যাবেনা । তবে কোরআন শরীফের কোন সূরা অথবা আয়াত সেগুলো দোয়া হিসেবে পড়া যাবে । আমরা অনেক সময়ই দোয়া হিসেবে কুরআনের ছোট সূরা সমূহ পড়ে থাকি । সেই হিসেবে অপবিত্র অবস্থায় দোয়া হিসেবে কুরআন পড়া যাবে । কিন্তু তেলাওয়াত করার জন্য সে গুলোকে মুখে উচ্চারণ করে পড়া যাবে না এট নিষিদ্ধ কাজ ।
ولا بأس لحائض وجنب بقرءة أدعية ومسها وحملها (الدر المختار، كتاب الطهارة، باب الحيض-1\488، حلبى كبير-59، الفتاوى الهندية-1\39، جديد-1\92-93