প্রিয় দ্বীনি ভাই ও বোন !
সাধারণত অপবিত্র অবস্থায় ইবাদত সংক্রান্ত কাজগুলো করার ক্ষেত্রে বাধা বা নিষেধাজ্ঞা রয়েছে । তবে দুনিয়াবী কোন সাধারন কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি থাকে না । যেমন কোন ব্যক্তি যদি অপবিত্র অবস্থায় থাকে তাহলে সে খানা-পিনা করতে পারে, ঘুমাতে পারে, রান্না-বান্না করতে পারে অথবা পরিবারের যে কোনো কাজ করতে পারে তাদেরকে সহযোগিতা করতে পারে । এ ধরনের সাধারণ কাজ করতে পারে । এতে কোনো বাধা-বিপত্তি বা নিষেধাজ্ঞা নেই ।
তবে অপবিত্র অবস্থায় কোন কাজ করতে গেলে উত্তম হলো ভালো ভাবে ওযু করে নেওয়া আর খাওয়ার ক্ষেত্রে উত্তম হলো ওযু করার সাথে সাথে ভালো করে কুলি করা এবং উভয় হাত ভালো ভাবে ধৌত করে খাবার শুরু করা ।
اخرج الإمام أبو داد في سننه بسنده المتصل كتاب الطهارة ، باب الجنب يأكل 1/ 29 (ط. الأشرفية ) عن عائشة قالت إن النبى صلى الله عليه وسلم إذا راد أن يأكل وهو جنب غسل يديه ،