প্রতিদিন নিয়ম করে অন্তত একবার গোসল করা কি ফরজ বা ওয়াজিব ?

প্রতিদিন গোসল করা কি ফরজ



আমরা সাধারনত প্রতিদিন দুপুর বেলা গোসল করে থাকি । প্রত্যেকদিন অন্তত একবার হলেও গোসল করার জন্য চেষ্টা করি । তবে এই গোসল করার ব্যাপারে ইসলামিক হুকুম বা নির্দেশনা হলো,

প্রিয় ভাই ও বোন ! 

সাধারণত আমাদের শরীর যদি নাপাক তথা অপবিত্র না হয় তাহলে আমরা স্বাচ্ছন্দ , আরাম  এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য গোসল করে থাকে।  আর এই গোসলটি আমাদের উপর ফরয-ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় নয় । বরং এটি শুধুমাত্র আমাদের স্বাভাবিক একটি নিয়ম যা শান্তি , আরাম এবং পরিচ্ছন্নতার জন্য আমরা করে থাকি । আমাদের জন্য ফরজ ওয়াজিব নয় ।

তবে আমাদেরকে মনে রাখতে হবে, পবিত্রতা হল ঈমানের একটি অঙ্গ তার পাশাপাশি পরিচ্ছন্ন থাকা এটিও ইসলামের একটি গুরুত্বপূর্ণ সৌন্দর্যের অন্তর্ভুক্ত । সুতরাং আমরা যেভাবে পবিত্র থাকবো অজু-গোসলের মাধ্যমে ঠিক তেমনি ভাবে এর মাধ্যমে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে , এটি আমাদের দায়িত্ব । কেননা বিভিন্ন আয়াতে আল্লাহ তা'আলা এবং রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আমাদেরকে এ শিক্ষা দিয়েছেন । যেমন ঃ

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

‘সেখানে কিছু লোক আছে যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালবাসে। আর আল্লাহ তাআলা উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন। (সূরা তাওবা : ১০৮)

فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

 ‘সেখানে কিছু লোক আছে যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালবাসে। আর আল্লাহ তাআলা উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন। (সূরা তাওবা : ১০৮)

سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا أُرَاهُ قَالَ أَفْنِيَتَكُمْ وَلاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ
সাঈদ ইবনুল মুসাঈয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছি, অবশ্যই আল্লাহ তা’আলা পবিত্র এবং পবিত্রতা ভালোবাসেন। তিনি পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতা পছন্দ করেন। তিনি মহান ও দয়ালু, মহত্ব ও দয়া ভালোবাসেন। তিনি দানশীল, দানশীলতাকে ভালোবাসেন। সুতরাং তোমরাও পরিষ্কার-পরিচ্ছন্ন থেক। আমার মনে হয় তিনি বলেছেনঃ তোমাদের আশপাশের পরিবেশকেও পরিচ্ছন্ন রাখ এবং ইয়াহুদীদের অনুকরণ করো না। [সুনানে তিরমিজী, হাদীস নং-২৭৯৯]

Previous Post Next Post

Ads