যোহরের সুন্নত না পড়ে ইমামতি করা যাবে কিনা ?

  



হ্যাঁ যোহরের সুন্নত না পড়েও ইমামতি করা যায় । কেননা জোহরের চার রাকাত সুন্নত ফরজ নামাজের পরও পড়ার সুযোগ রয়েছে । তবে ফরজের আগে সুন্নত পড়া অধিক শুদ্ধ ।  কিন্তু মাঝে মাঝে সময় অল্প থাকার কারণে এমন হয়ে যায় ফলে নামাজের পর সুন্নত পড়া যাবে এবং সুন্নত ছাড়াও ইমামতি করা যাবে ।
 
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهُ
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যদি যুহরের পূর্বে চার রাকাআত না আদায় করতেন তবে যুহরের (ফরযের) পর তা আদায় করতেন । ( তিরমিজী-৪২৬ )
Previous Post Next Post

Ads