আপন ভাইকে যাকাত দেওয়া জায়েজ আছে ?

 




যদি যাকাত দাতা উদারবাদ একসাথে থাকেন এবং যাকাত দাতার তত্ত্বাবধানে তার ভাই থাকে । অর্থাৎ যাক আড্ডা তাই তার ভাইয়ের ভরণপোষণ বহন করে থাকেন । আর তার ভরণপোষণ বাবদ যদি যাকাত দেন তাহলে সেটি যাকাত আদায় হবে না । কিন্তু ভরণপোষণ ছাড়া শুধুমাত্র তাকে অতিরিক্ত হিসেবে যদি যাকাত আদায় করেন এবং সেই টাকার সম্পূর্ণ দায়িত্ব যদি তার হাতে থাকে । সে যেভাবে ইচ্ছা খরচ করার অধিকার রাখে , তাহলে যাকাত আদায় হবে ।


আর ভাই যদি আলাদা থাকে। সে যদি গরিব হয় ও যাকাতের উপযুক্ত হয় । তাহলে অন্যদের তুলনায় সে ব্যক্তি  যাকাত পাবার বেশি হকদার ।


ولو دفع زكاته إلى من نفقته واجبة عليه من الأقارب جاز، إذا لم يحسبها من النفقة الخ (رد المحتار، كتاب الزكاة، باب المصرف، زكريا-3/93، كرتاشى-2/346)

والأفضل فى الزكاة والفطر والنذور الصرف أولا إلى الإخوة والأخوات، ثم إلى أولادهم، ثم إلى الأعمام والعمات، ثم إلى أولادهم، ثم إلى الأخوال والخلات، ثم إلى أولادهم (الفتاوى الهندية-1/190)

Previous Post Next Post

Ads