পিতা-মাতার ১৪ টি হক

  

পিতা-মাতার ১৪ হক
পিতা-মাতার হক


মানব জীবনের সবচেয়ে নিকটাত্মীয় বাবা-মা ৷ পৃথিবীতে যারা নিঃস্বার্থ ভাবে ভালোবাসে তারা হলেন বাবা-মা ৷ সন্তানের জন্ম থেকে বাবা-মা তাদের সবকিছু দিয়ে সন্তানর মঙ্গল কামনা করেন ৷ পিতা-মাতা যেমন সন্তানের ইচ্ছা,চাহিদা,ভালো লাগাকে অগ্রাধিকার দেয় ৷ ঠিক তেমনি ভাবে সন্তানকেও তাদের পিতা-মাতার ইচ্ছা,চাহিদা,পছন্দ-অপছন্দ,ভালো লাগা, গারাপ লাগার দিক গুলোকে অগ্রাধিকার দিতে হবে৷
কিন্তুু বর্তমানে অনেক সন্তানরাই তাদের পিতা-মাতার হক যথাযথ পালন করে না ৷ এর অন্যতম একটি কারণ হল, অনেকেই পিতা-মাতার হক ও অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না ৷ তাই আজ আমরা সংক্ষেপে পিতা-মাতার কিছু হক ও অধিকার নিয়ে আলোচনা করব ৷

পিতা-মাতার জীবদ্দশায় ৭টি হক

১ ) পিতা-মাতাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করা ।
২ ) মন-প্রাণে তাদেরকে ভালোবাসা ।
৩ ) তাদের বাধ্যগত হওয়া ।
৪ ) পিতা-মাতার খেদমত করা ।
৫ ) তাদের সকল প্রয়োজন পূরণ করা ।
৬ ) তাদেরকে সুখে-শান্তিতে রাখার আপ্রাণ চেষ্ট করা ।
৭ ) তাদেরকে নিয়মিত সময় দেওয়া, সাক্ষাৎ ও দেখাশোনা করা ।

পিতা-মাতার মৃত্যুর পর ৭ টি হক

১ ) পিতা- মাতার ক্ষমা ( মাগফেরাত ) র জন্য বেশি বেশি দোয়া করা ।
২ ) ইছালে ছাওয়াব করা ।
৩ ) তাদের আত্মীয়-স্বজন , বুন্ধু-বান্ধবদের সম্মান করা ।
৪ ) তাদের বুন্ধু-বান্ধব , আত্মীয়-স্বজনদের সাহায্য করার চেষ্টা করা ।
৫ ) তাদের সমস্ত ঋণ পরিশোধ করা ।
৬ ) শরীয়ত সম্মত অসিয়তগুলো পূরণ করা ।
৭ ) বেশি বেশি কবর জিয়ারত করা ।

আল্লাহ প্রত্যেক সন্তানকে তাদের পিতা-মাতার যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন ৷ আমীন





Previous Post Next Post

Ads