আল্লাহ আমাকে এত কষ্ট দেন কেন ? || এক মুহূর্তেই সব দুঃখ-কষ্ট চলে যাবে

  


আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন৷ যারা বিপদ-আপদে,দুঃখ-কষ্ট পেয়ে আল্লাহর প্রতি অভিমান করেন৷ কিন্তু কেন কখনো চিন্তা করেছেন? আপনি আজ কষ্ট আর বিপদের মধ্যে আছেন তার কারণ আপনি নিজেই৷ কেননা আল্লাহ বলেছেন:

 وَ مَاۤ اَصَابَکُمۡ مِّنۡ مُّصِیۡبَۃٍ فَبِمَا کَسَبَتۡ اَیۡدِیۡکُمۡ
 "তোমাদেরকে যে কষ্ট স্পর্শ করে,তা তোমাদের কৃত কর্মের ফল" (সুরা শুয়ারা:30) ৷ 

এখন ভাবুন আপনি যেদিন থেকে ভালো-মন্দ বুঝতে শিখেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত কি কি পাপ,অন্যায় করেছেন, কাকে ধোকা দিয়েছেন, কেন দিয়েছেন৷ চিন্তা করুন আপনার পাপের জন্য ইসলামে কি শাস্তি রয়েছে৷ আপনার বর্তমান অবস্থা সে শাস্তির তোলনায় কম না বেশি? আল্লাহ বান্দার প্রতি অবিচার করেন না৷ 

আপনি ভাবছেন আল্লাহকে এত ডাকি,দোয়া করি৷ কোন বিষয় দ্রুত চাচ্ছেন কিন্তু হচ্ছে না৷ সাথে সাথে আশা পূরণ হচ্ছে না বলে অবিচল হবেন কেন? আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন কেন? অভিমান করবেন কেন?

বরং মনে রাখবেন আপনি যখন কোনো পাপ করছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে আযাব দিচ্ছেন না৷ তাই আল্লাহর প্রতি অভিমান না করে, নিজের সমস্ত গোনাহের জন্য তার কাছে মাফ চান৷ নিশ্চই তিনি মাফ করে দিবেন৷ আপনার ডাক শুবেন ও কবুল করবেন ৷



Previous Post Next Post

Ads