স্ত্রীর ১০ টি হক

  


বিবাহের মাধ্যমে দুজন মানুষ নয় কেবল, বরং দুটি পরিবারের বন্ধন তৈরী হয়৷ এই বন্ধনকে সঠিক ভাবে পরিচালনা করতে হলে, প্রত্যেকে নিজেদের কর্তব্য জানা প্রয়োজন ৷ একে অপরের হকগুলো পরিপূর্ণ রূপে আদায়া করতে হবে৷ আজ আমরা কোরআন-হাদীস মোতাবেক স্বামীর কাছ থেকে স্ত্রীর ১০টি হক নিয়ে আলোচনা করব ৷

স্ত্রীর ১০ টি হক

১৷ নিজের স্ত্রীর সাথে সবসময় ভালো ও উত্তম আচার-ব্যবহার করা ৷

২৷ স্ত্রীর কোনো কাজ বা কথায় দুঃখ-কষ্ট পেলে ধৈর্য ধারন করা ৷

৩৷ কোনো ছোট বিষয় নিয়ে ঝগড়া,কলহ,বিবাদ না করা৷ রাগ না করা৷ স্ত্রীর আত্মসম্মানে লাগে এমন কথা না বলা ৷

৪৷ বেপর্দা চলা-ফেরা করলে, নম্র ভাষায় তাকে বুঝানো৷ নামায-রোজা,হায়েয-নেফাস ইত্যাদি শরীয়তের বিধি-বিধানগুলো শিক্ষা দেওয়া ৷

৫৷ নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীর প্রয়োজন মাফিক থাকা-খাওয়া খোরপোশের ব্যবস্থা করা ৷

৬৷ স্ত্রীর চাহিদা অনুযায়ী মেলা-মেশা করা৷ নিজের চাহিদা শেষ হলে চলে না যাওয়া৷ স্ত্রীর কাছে অনুমতি নিয়ে আযল করা ৷

৭৷ একাধিক স্ত্রী থাকলে সকলের মাঝে সমতা রক্ষা করা ৷

৮৷ স্ত্রীর আত্মীয়-স্বজনদের সাথে দেখা-সাক্ষাতের ব্যবস্থা করা ৷

৯৷ স্ত্রীর সাথে গোপন সম্পর্ক তথা শারীরিক মেলা-মেশার অবস্থা কারো কাছে বর্ণনা না করা ৷

১০৷ স্ত্রীকে শাসন করা৷ প্রয়োজনীয় সতর্ক করা৷ তবে শরীয়ত যতটুকু অনুমতি দিয়েছে৷ গায়ে হাত না তোলা৷ সহজেই তালাকের চিন্তা না করা ৷

আল্লাহ তাআলা সকল ভাইদেরকে এই হক আদায় করার তাওফিক দান করুন৷আমীন ৷






Previous Post Next Post

Ads