স্বামীর ১০টি হক

 আল্লাহ তাআলা পৃথিবীতে যত সম্পর্ক ও বন্ধন সৃষ্টি করেছেন৷ তার মাঝে সবচেয়ে মধুর সম্পর্ক হলো স্বামী-স্ত্রী, বৈবাহিক ও দাম্পত্য সম্পর্ক৷ এই সম্পর্কে সুন্দর ও আরো মধুময় করে তোলতে একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শনের বিকল্প নাই৷ এই সম্পর্কে সবচেয়ে বেশি দায়িত্ব স্বামীর৷ কিন্তু স্বামীর যেমন স্ত্রীর প্রতি কর্তব্য রয়েছে ঠিক তেমনি স্ত্রীর ও স্বামীর প্রতি কিছু কর্তব্য রয়েছে৷ আজ আমরা স্বামীর ১০টি হক যা স্ত্রীর জন্য পালন ও আদায় করা কর্তব্য, তা নিয়ে আলোচনা করব৷

স্বামীর ১০টি হক


১৷ স্ত্রী সর্বদা তার স্বামীর মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা-সাধনা করা৷


২৷ স্বীকে কষ্ট না দেওয়া৷ তার সাথে অসংযত ও রূঢ় আচরন না করা৷


৩৷ স্বামীর অনুমতি ছাড়া কাউকে বাসায় ঢোকতে না দেওয়া৷ কোনো পর পুরুষের সাথে সম্পর্ক না রাখা৷


৪৷ প্রয়োজন অনুযায়ী চাওয়া ৷ এর চেয়ে বেশি কিছু দাবী না করা ৷


৫৷ শরীয়তসম্মত কাজে স্বামীর কথা মানা৷ অন্যায় কাজে স্বামীকে বুঝানো যে এটা ইসলামে নিষেধ তাই করা যাবে না৷ অনুমতি ছাড়া বাহিরে বের না হওয়া৷


৬৷ স্বামীর সম্পদের হেফাজত করা৷ অনুমতি ছাড়া খরচ না করা৷ 


৭৷ নিজের ইজ্জত-আব্রু,সতীত্ব রক্ষা করা৷ তাতে কোনো খেয়ানত ও অবৈধ কাজ না করা৷


৮৷ স্বামী শারীরিক মেলা-মেশা করতে চাইলে, শরীয়তসম্মত কোনো সমস্যা না থাকলে, তার কথা মানা৷ স্বামী অসুন্দর হলে তাকে তুচ্ছ না করা৷


৯৷ কারো কাছে স্বামীর দোষ-ত্রুটির কথা না বলা৷ সন্তান লালন-পালনে অবহেলা না করা৷


১০৷ শ্বশুড়-শ্বাশুড়ীকে সম্মানিত মনে করা৷ তাদের সাথে উত্তম আচরন করা, খেদমত করা৷ কোনো কারণে ঝগড়া-বিবাদ না করা৷ তাদেরকে নিজের বাবা-মায়ের মতো মনে করা৷

আল্লাহ তাআলা সকল বোনদেরকে এই বিষয়গুলোর প্রি লক্ষ রাখার তৌফিক দান করুন৷আমীন৷




Previous Post Next Post

Ads