কুরআন স্পর্শ করে কুরআনের কসম খাওয়া জায়েজ নয়। কারণ, এটা গাইরুল্লাহর কসম হয়, যা জায়েজ নয়। কুরআন স্পর্শ করে কসমকারী গোনাহগার হবে।
তবে আমাদের সমাজে যেহেতু কুরআন স্পর্শ করে বা কুরআনের কসমকে কসম হিসেবে গণ্য করার বিষয়টি প্রচলিত। তাই এর দ্বারা কসম হয়েছে বলেই সাব্যস্ত হবে।
তাই এর বিপরীত করলে কসমের কাফফারা আদায় করা আবশ্যক।
উত্তম স্বামীর বৈশিষ্ট্য ও কর্তব্য
উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য ও কর্তব্য
শ্বশুর-শাশুড়ির খেদমত করা কি স্ত্রীর দায়িত্ব?
Tags:
গোনাহ ও হারাম কাজ